ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

গাজীপুরে বাস উল্টে শিক্ষার্থীসহ নিহত ২

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০১:১৮ পিএম, ১ নভেম্বর ২০২১ সোমবার | আপডেট: ০১:৩৮ পিএম, ১ নভেম্বর ২০২১ সোমবার

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস উল্টে এক শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন বাসযাত্রী।

সোমবার সকাল ১০টার দিকে মেম্বারবাড়ী এলাকায় মহাসড়কে এঘটনা ঘটে।

নিহত স্কুল শিক্ষার্থীর নাম কণা, অন্যজনের পরিচয় এখনও জানা যায়নি।

পুলিশ জানায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা সৌখিন পরিবহন বাসটি বেপরোয়া চালিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের মেম্বারবাড়ি এলাকায় বাসটি পৌঁছালে সামনের দিকের অপর একটি বাসকে দ্রুত গতিতে ওভারটেক করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে উক্ত বাসটি মহাসড়কের উপর উল্টে যায়। 

এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী কণা ও অজ্ঞাত একজন নিহত হয়। এ ঘটনায় বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা যাওয়া হয়েছে বলে জানায় পুলিশ।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, দুর্ঘটনাকবলিত বাসটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার পরপরই বাসচালক পালিয়ে যায়।

এএইচ/