বরিশাল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
ববি প্রতিনিধি
প্রকাশিত : ০৩:০০ পিএম, ১ নভেম্বর ২০২১ সোমবার
ভর্তি পরীক্ষার হল পরিদর্শন করছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ছাদেকুল আরেফিন
গুচ্ছ পদ্ধতিতে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এই কেন্দ্রে ৯৩.৬ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।
সোমবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৭৪৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। ৫১ জন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।
সকাল ১১.৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন পরীক্ষার হল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের খোঁজখবর নেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে মোতায়েন করা হয়েছিল অতিরিক্ত পুলিশ।
এবারই প্রথমবারের মতো গুচ্ছ পদ্ধতিতে ২০টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হচ্ছে।
এএইচ/