ঢাকা, মঙ্গলবার   ১৫ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৯ ১৪৩১

সারাদেশে জাতীয় যুব দিবস পালিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৫৯ পিএম, ১ নভেম্বর ২০২১ সোমবার

“দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আজ সারাদেশে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো- বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, যুব ঋণের চেক, প্রশিক্ষণ সনদ ও রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ।

ময়মনসিংহ : সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, অতিরিক্ত ডিআইজি শাহ আবিদ হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক রোকন উদ্দিন ভূইয়া প্রমুখ। শোভাযাত্রায় যুবক ও যুবমহিলারা অংশ নেন। পরে  জেলা পরিষদ ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে জেলা প্রশাসক এনামুল হকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে অতিথিগণ যুবদের মাঝে ঋণ, সনদপত্র ও ভাতা বিতরণ করেন। যুব উন্নয়ন অফিস সুত্র জানায়, দিবস টি উপলক্ষে ময়মনসিংহে ৩দিনব্যাপী কমৃসূচি নেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে যুব সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা এবং ঋণ বিতরণ, ভাতা বিতরণ, যুব প্রশিক্ষণ, বৃক্ষরোপণ, পোনা মাছ অবমুক্তকরণ এবং পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান। আলোচনা সভায় বক্তারা দেশের যুব শক্তিকে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজে সক্রিয় করার উপর গুরুত্ব আরোপ করে বলেন- এই যুব শক্তি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার কাজে অংশ নিয়ে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবে।

ঢাকা (কেরানীগঞ্জে ও দোহার) : বেলা ১২ টায় কেরানীগঞ্জ উপজেলা মিলনায়তন হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান এর সভাপতিত্বে এসময় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. ফকরুল আশরাফ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জহির উদ্দিন,যুব উন্নয়ন কর্মকর্তা বেগম ইয়াসমিন। দিবসটি উপলক্ষে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছা সেবক মূলক কাজে যুবকদের ভূমিকা শীর্ষক জন সচেতনতা মূলক প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যুব দিবস উপলক্ষে ঋনের চেক ও প্রশিক্ষণ সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে পোশাক তৈরি প্রশিক্ষণ কাজের উদ্বোধন করেন সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান। অপরদিকে সোমবার সকাল সাড়ে ১০টায় দোহার উপজেলা প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য  শোভাযাত্রা বের করা হয়, এটি স্বাধীনতা চত্বর প্রদিক্ষণ করে। পরে উপজেলা সভা কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি। উপস্থিত ছিলেন- উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সামছুন নাহার খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সুজাহার বেপারী, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল সবুজ, সাংবাদিক মাহবুবুর রহমান টিপু প্রমুখ।

নোয়াখালী : সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও  জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। যুব উন্নয়ন অধিদপ্তর নোয়াখালীর উপ-পরিচালক মো. ইসহাকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খান। উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি যুবকদের মাঝে ঋণের চেক, প্রশিক্ষণ সনদ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। 

নড়াইল : দিবসটি পালন উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর,নড়াইলের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা , যুব ঋণের চেক ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের  সভাপতিত্বে  আলোচনা সভা, ৬ জনের যুব ও যুবাদের মাঝে ৩ লাখ ৬০ হাজার টাকার যুব ঋণের চেক ও বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের সনদ পত্র বিতরণ করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক মো, মতিয়ার রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন- পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. অলিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস,এ, মতিন প্রমুখ। এসময় সরকারি কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারি, বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া : দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা যুবভবন চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে । পরে যুবভবন কার্যালয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া যুব উন্নয়ন অধিপ্তরের উপ-পরিচালক রিয়াজুল আলম খানের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলীসহ প্রশাসনের কর্মকর্তাগণ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনাসভা শেষে মাছের পোনা অবমুক্ত ও ভবন চত্বরে গাছের চারা রোপণ করা হয়।

ঝালকাঠি : বেলা ১১টায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তর চত্বরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জোহর আলী। পরে যুব উন্নয়ন মিলনায়তনে আলোচনা সভা, ঋণের চেক বিতরণ, সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফারিহা নিশাত ও প্রেস ক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত। অনুষ্ঠানে সফল আত্মকর্মী আবদুল্লাহ আল মামুনকে ক্রেস্ট এবং ১০ জন প্রশিক্ষণার্থীকে সনদপত্র প্রদান করা হয়। এছাড়াও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্রকল্পের জন্য ১০ জন যুব ও যুব মহিলাকে ৭ লাখ ৮০ হাজার টাকার যুব ঋণের চেক দেয়া হয়। অনুষ্ঠান শেষে মাস্ক বিতরণ, গাছের চারা রোপন, মাছের পোনা অবমুক্ত ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। 

বগুড়া : বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে জেলা  প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যেগে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। সকাল ১০ টা থেকে বেলা ২ টা পর্যন্ত দিবসটি উপলক্ষে বঙ্গব›ন্ধু বাংলাদেশ  শীর্ষক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের  যুব শক্তি বিষয়ক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, প্রতিবন্ধিদের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, যুব সংগঠনের মধ্যে চেক বিতরণ করাহয়। ১৪১ জন প্রশিক্ষত যুবক ও যুবতীর মধ্যে ১২টি উপজেলায়  ৭৩ লাখ টাকা বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বগুড়া যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক তোফাজ্জল হোসেন। এতে বক্তব্য রাখেন- প্রধান অতিথি জেলা প্রশাসক মো. জিয়াউল হক, বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তি, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।

লক্ষ্মীপুর : সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গণে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে দিবসটি’র উদ্বোধন করেন সংসদ সদস্য ও সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটণ মন্ত্রী একেএম শাহজাহান কামাল। এসময়  যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পূনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রসাশক নুরে আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা যুব উন্নয়নের উপ-পরিচালক জসিম উদ্দিন আহম্মেদ ও জাতীয় মহিলা সংস্থা চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা।  আলোচনা শেষে যুব কল্যাণ তহবিলের চেক, ঋনের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।

রাঙ্গামাটি :  সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে যুবদিবসের  আলোচনাসভা অনুষ্ঠিত হয়। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুছাইন চৌধুরী, ইলিপন চাকমা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ শাহজাহান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেন,বর্তমান সরকার যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যম বেকার যুবক-যুবতীদের আত্মকর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ শেষে তাদের সুদ মুক্ত ঋণের ব্যবস্থা করে দিচ্ছেন। এতে দেশের বেকার যুবক-যুবতীরা স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছেন। আলোচনা সভা শেষে বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণপ্রাপ্তদের সনদ বিতরণ এবং প্রশিক্ষিতদের আত্মকর্মসংস্থানের জন্য ৫লাখ ৫০ হাজার টাকা যুব ঋণ বিতরণ করা হয়।

নাটোর : জেলায় বিভিন্ন পর্যায়ে সফল যুব উদ্যোক্তাদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় যুব দিবস উপলক্ষে বিকেলে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সমাবেশের আয়োজন করে ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় পরিচালিত প্লাটফর্মস্ ফর ডায়ালগ (পি ফর ডি) কর্মসূচির আওতাধীন ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম। অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের উন্নয়নে কার্যক্রমের মূলধারায় দক্ষ যুব শক্তিকে সম্পৃক্ত করতে পারলে উন্নয়নের গতি হবে আরো বেগবান। এই লক্ষ্যে সরকার যুবদের জন্যে বিভিন্ন বিষয়ভিত্তিক প্রশিক্ষণ, সার্ভিস চার্জে ঋণ বিতরণ, অনুদানের অর্থ প্রদানসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সকলের সম্মিলীত প্রচেষ্টায় গড়ে উঠা আতœনির্ভরশীল যুব শক্তি দেশের উন্নয়নের ধারায় কার্যকর ভূমিকা রাখবে। অনুষ্ঠানে জেলা প্রশাসক শামীম আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ পরিচালক মো. নাদিম সারওয়ার এবং যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক শাহাবুদ্দিন সরদার। ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক সভা প্রধানের দায়িত্ব পালন করেন। সভায় সফল উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন- রুবিনা খাতুন, মৌমিতা ঘোষসহ অন্যান্যরা।

দিনাজপুর : জেলায় যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত জাতীয় যুব দিবস-২০২১ উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো- জাতীয় ও বিভাগীয় পতাকা উত্তোলন, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোচনা সভা, যুব ঋণ- প্রশিক্ষণ সনদ, যুব সংগঠনের নিবন্ধন সনদ বিতরণ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 

বেলা ১১টায় জেলা শিশু একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। প্রধান অতিথির বক্তব্য রাখেন- যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাড. জাকিয়া তাবাসসুম জুঁই এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো. আসলাম উদ্দিন সহ প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খন্দকার মো. রওনাকুল ইসলাম। এছাড়াও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে পৌর শহরের ১২টি ওয়ার্ডে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। 

সূত্র: বাসস

আরকে//