ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

সেমিফাইনাল নিশ্চিতের লক্ষ্যে ব্যাটিংয়ে ইংল্যান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০১ পিএম, ১ নভেম্বর ২০২১ সোমবার

জস বাটলার

জস বাটলার

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে টানা তিন জয়ে সেমিফাইনাল প্রায় নিশ্চিত করেছে ইংল্যান্ড। সমান ম্যাচে এক জয় নিয়ে সেরা চারের মিশনে অনেকটাই পিছিয়ে শ্রীলঙ্কা। এই দলটির বিপক্ষেই আজ জিতে প্রথম দল হিসেবে সেমিতে নাম লেখাতে চায় মরগ্যান বাহিনী।

সেই লক্ষ্য নিয়েই সোমবার দিনের একমাত্র ম্যাচে শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমেছে ২০১৪ সালের চ্যাম্পিয়নরা। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হওয়া এই ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা।

ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে উভয় দলই। টস জয়ের পর লঙ্কান অধিনায়ক বলেন, "আমার মনে হয় আমরা এখানে সুবিধাই পাব, কারণ আমাদের ব্যাটার ও বোলাররা এখানকার কন্ডিশন সম্পর্কে ভালোই অবগত, এখানে আমরা ইতোমধ্যেই তিনটি ম্যাচ খেলেছি।" 

অন্যদিকে, ইয়ন মরগ্যানও টস জিতলে আগে বোলিং করতেন বলেই জানান। যদিও ব্যাট দিয়ে ভালো স্কোর সেট করার চ্যালেঞ্জ নিয়েই যথেষ্ট খুশি তিনি, "আপনি যদি এই টুর্নামেন্টে সাফল্য পেতে চান তবে আপনাকে ব্যাটে-বলে উভয়তেই ভালো করে দেখানোর সক্ষমতা অর্জন করতে হবে।"

ইংল্যান্ড একাদশ
জেসন রয়, জস বাটলার (উইকেটরক্ষক), ডেভিড মালান, জনি বেয়ারস্টো, ইয়ন মরগ্যান (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, টাইমল মিলস।

শ্রীলঙ্কা একাদশ
কুশল পেরেরা (উইকেটরক্ষক), পাথুম নিশাঙ্কা, চারিথ আসালাঙ্কা, আভিষ্কা ফার্নান্ডো, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুনারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা ডি সিলভা, দুশমন্থা চামিরা, লাহিরু কুমারা ও মাহীশ থিকশানা।

এনএস//