ঢাকা, মঙ্গলবার   ১৫ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৯ ১৪৩১

সিরাজগঞ্জ-৬ আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫২ এএম, ২ নভেম্বর ২০২১ মঙ্গলবার

ইভিএমের মাধ্যমে ভোট দিচ্ছেন এক ভোটার

ইভিএমের মাধ্যমে ভোট দিচ্ছেন এক ভোটার

জাতীয় সংসদের সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইলেক্ট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএম)’র মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়।

মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত। ভোটারদের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে।

নির্বাচনে লড়ছেন তিনজন প্রার্থী। আওয়ামী লীগের নৌকা প্রতিক নিয়ে প্রফেসর মেরিনা জাহান কবিতা, জাতীয় পার্টি সমর্থিত লাঙ্গল প্রতিকের প্রার্থী মোক্তার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ্যাডভোকেট হুমায়ুন কবীর মোটরগাড়ি প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

নির্বাচনে শাহজাদপুর উপজেলায় ভোট ভোটার সংখ্যা ৪ লাখ ২০ হাজার ৭৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২ লাখ ১৫ হাজার ৩৪৩ জন ও মহিলা ভোটার ২ লাখ ৫ হাজার ৪৩৭ জন। 

এই আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৬০টি, এর মধ্যে ৫৭টি কেন্দ্রকে ঝুঁকিপুর্ণ বিবেচনা করা হচ্ছে। 

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর তুরস্কে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। তার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

এএইচ/