ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

এক বছরে ৬২ জন সাংবাদিককে হত্যা: ইউনেসকো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:২০ পিএম, ২ নভেম্বর ২০২১ মঙ্গলবার

২০২০ সালে বিশ্বজুড়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ৬২ জন সাংবাদিক হত্যার  শিকার হয়েছেন বলে জানিয়েছে ইউনেসকো। সাংবাদিক হত্যায় দায়মুক্তির প্রবণতা বেড়ে যাওয়ায় এমটা হচ্ছে বলে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। 

মঙ্গলবার ‘সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের দায়মুক্তি অবসানের আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে জাতিসংঘ মহাসচিব এক বিবৃতিতে একথা বলেন।

জাতিসংঘের সদস্য রাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বিশ্বজুড়ে সংবাদকর্মীদের ওপর চলা নিপীড়নের তদন্ত ও বিচারের আহ্বানও জানিয়েছেন তিনি। 

জাতিসংঘ মহাসচিব বলেন, অনেক দেশে দুর্নীতি, পাচার, পরিবেশ ও মানবাধিকারের মতো বিষয়গুলো নিয়ে প্রতিবেদন করলে সাংবাদিকদের জীবন ঝুঁকির মুখে পড়ে। 

জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউনেসকোর তথ্যমতে, গতবছর বিশ্বজুড়ে পেশাগত দায়িত্ব পালনের কারণে ৬২ জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। 

সংঘাতের খবর সংগ্রহ করতে গিয়ে অনেকে জীবন হারিয়েছেন। কিন্তু সম্প্রতি সংঘাতপ্রবণ এলাকার বাইরে সংবাদকর্মীদের নিহত হওয়ার সংখ্যা বেড়েছে। 

ইউনেসকো আরও জানিয়েছে এ ধরনের ১০টি ঘটনার প্রায় ৯টিতেই কারও সাজা হয় না। 

সূত্র: ইউএন নিউজ 

এসবি/