যুক্তরাষ্ট্রে শিশুদের ফাইজারের টিকাদানের চূড়ান্ত অনুমোদন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:৩২ পিএম, ৩ নভেম্বর ২০২১ বুধবার | আপডেট: ০২:৩৫ পিএম, ৩ নভেম্বর ২০২১ বুধবার
পাঁচ থেকে এগারো বছর বয়সের শিশুদেরকে ফাইজার-বায়োএনটেকের তৈরি কোভিড ভ্যাকসিন দিবে যুক্তরাষ্ট্র। শিশুদের টিকা দিতে দেশটির চূড়ান্ত অনুমোদনে প্রেসিডেন্ট জো বাইডেনের পদক্ষেপের প্রশংসা করে মার্কিন স্বাস্থ্য কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
এদিকে মহামারি করোনাভাইরাস মোকাবেলায় এমন পদক্ষেপকে ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে দেখা হচ্ছে। খবর এএফপি’র।
মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অনুমোদন পাওয়ার কয়েকদিন পর শিশুদের টিকা দেয়ার পথ সুগম করতে সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এ টিকার অনুমোদন দিলো।
এমন সিদ্ধান্তের অনেক আগে থেকেই সরকার ৫-১১ বছর বয়সের শিশুদের টিকা দেয়ার জন্য পর্যাপ্ত ভ্যাকসিন মজুদ করে রেখেছিল এবং সেগুলো এখন দেশব্যাপী বিতরণ করা হচ্ছে।
হোয়াইট হাউস থেকে দেয়া এক বিবৃতিতে বাইডেন বলেন, ‘আজ, আমরা কোভিড-১৯ রোগের বিরুদ্ধে আমাদের লড়াইয়ে টার্নিং পয়েন্টে পৌঁছে গেছি।’
এসএ/