ভাগ্যিস বিক্রি হয়নি শেষ লটারির টিকেট!
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৩৫ পিএম, ৩ নভেম্বর ২০২১ বুধবার
যেই লটারি বিক্রি করে এতদিন অন্যের ভাগ্য ফিরিয়েছেন এবারে সেই টিকেটই ভাগ্য ফেরাল ভারতের মালদহের কমল হালদারের। গল্পটা একটু ভিন্ন। কারণ ভাগ্যের পেছনে ছোটেননি কমল, বরং ভাগ্যই যেন তাকে ছাড়েনি।
বিয়ষটি এমন যে, সোমবার সারাদিন টিকেট বিক্রি করেও শেষ একটি টিকেট বিক্রি করতে পারেননি কমল। ১২০ টাকার টিকিটটি বিক্রি হলে হয়তো খুশিই হতেন তিনি। কিন্তু সেই খুশির চেয়ে বড় খুশি মিলেছে সন্ধ্যা নাগাদ।
প্রতিবারের মত বিক্রিত লটারির টিকেটের ফল দেখতে বসেছিলেন কমল। সেখানেই দেখতে পান, তার হাতে থাকা অবিক্রিত টিকেটেই রয়েছে ১ কোটি টাকার পুরস্কার।
আর কে পায় তাকে! সোজা চলে গেছেন মালদহের হরিশচন্দ্রপুর থানায়, যাতে নিরাপত্তার কোনও ঘাটতি না হয়। এরপরেই হরিশচন্দ্রপুর থানার কুশিদা হাটখোলা গ্রামে। স্ত্রী, দুই সন্তান ও বয়স্ক বাবা-মার কাছে।
টিকেটের টাকা হাতে আসলে কী কী উপায়ে খরচ হবে এখন সেই অঙ্কই কষছেন কুশিদার এই নিম্নবিত্ত পরিবারটি।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
এমএম/এসবি