ঢাকা, সোমবার   ১৪ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৯ ১৪৩১

মেডিকেলে সশরীরে ক্লাস শুরু ৬ নভেম্বর থেকে 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৮ এএম, ৪ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার

দেশের মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সশরীরে ক্লাস চালুর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী, আগামী ৬ নভেম্বর থেকে আবারও সশরীরে ক্লাস শুরু হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আবদুল কাদেরের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের প্রস্তাব ও কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির মতামতের ভিত্তিতে মেডিকেল কলেজসমূহের তৃতীয় ও চতুর্থ বর্ষসহ অন্যান্য চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অবশিষ্ট সকল বর্ষের ক্লাস আগামী ৬ নভেম্বর (শনিবার) থেকে সশরীরে শুরুর জন্য নির্দেশক্রমে অনুমতি প্রদান করা হলো।

প্রজ্ঞাপনে সশরীরে ক্লাস শুরুর জন্য কিছু করণীয় বিষয়ে নির্দেশনা প্রতিপালনের জন্য বলা হয়।

নির্দেশনাগুলো হলো—
- কোভিড-১৯ এর দুই ডোজ ভ্যাকসিন পাওয়া শিক্ষার্থীরা সশরীরে ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন।

- ক্লাস শুরুর আগে সকল শিক্ষার্থীকে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের ওপর প্রশিক্ষণ প্রদান করতে হবে।

- শতভাগ সঠিকভাবে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

- হাসপাতালের ওয়ার্ডে ক্লাস চলাকালীন শিক্ষার্থীদের সঠিকভাবে সুরক্ষা সামগ্রী ব্যবহার নিশ্চিত করতে হবে।

- শিক্ষার্থীদের সংক্রমণের ওপর নজরদারি রাখতে হবে।

- সংক্রমিত শিক্ষার্থীদের চিকিৎসা, আইসোলেশন এবং তাদের সংস্পর্শে আসা ছাত্র বা ছাত্রীদের ১৪ দিন কোয়ারেনটাইনের ব্যবস্থা করতে হবে।
এসএ/