আর্জেন্টিনা দলে ডাক পেয়েছেন মেসি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:২৬ পিএম, ৪ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার
উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের আসন্ন ম্যাচ দুটিকে সামনে রেখে আর্জেন্টিনা দলে ডাক পেয়েছেন সম্প্রতি হাঁটুর ইনজুরিতে পড়া লিওনেল মেসি।
বুধবার চ্যাম্পিয়ন্স লিগে লিপজিগের সাথে পিএসজির ২-২ গোলের ড্রয়ের ম্যাচটিতে খেলেননি মেসি। কিন্তু তারপরেও আগামী ১২ ও ১৬ নভেম্বর বাছাইপর্বের ম্যাচ দুটির জন্য আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনির দলে ডাক পেয়েছেন।
এছাড়াও প্রথমবারের মত স্কালোনি ছয়জন তরুণ খেলোয়াড় জাতীয় দলে অন্তর্ভূক্ত করেছেন।
দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বে ১১ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। তাদের থেকে ৬ পয়েন্ট এগিয়ে শীর্ষস্থানে অবস্থান করছে ব্রাজিল। আর দুটি ম্যাচে জয়ী হতে পারলেও আগামী বছর কাতার বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত হবে আর্জেন্টিনার।
স্কোয়াড :
গোলরক্ষক : ফ্রাংকো আরমানি, এমিলিয়ানো মার্টিনেজ, হুয়ান মুসো, ফেডেরিকো গোমেস গার্থ।
ডিফেন্ডার : নাহুয়েল মোলিনা, গঞ্জলো মনটিয়েল, মার্কোস এ্যাকুনা, ক্রিস্টিয়ান রোমেরো, জার্মান পেজ্জেলা, নিকোলাস ওটামেন্ডি, লুকাস মার্টিনেজ কুয়ার্তা, নিকোলাস টাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্টিনেজ, গ্যাস্টন আভিলা।
মিডফিল্ডার : গুডিও রডরিগুয়েজ, লিনড্রো পারেডেস, এনজো ফার্নান্দেজ, সান্তিয়াগো সিমন, রডরিগো ডি পল, এক্সেকুয়েল পালাকিওস, গিওভানি লো সেলসো, নিকোলাস ডোমিনগুয়েজ, ক্রিস্টিয়ান মেডিনা, মাতিয়াস সুয়েলে।
ফরোয়ার্ড : এ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি, এ্যাঞ্জেল কোরেয়া, লটারো মার্টিনেজ, জোয়াকুইন কোরেয়া, পাওলো দিবালা, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেজ, থিয়াগো আলমাডা, এক্সেকুয়েল জেবালস।
সূত্র : বাসস
এসএ/