আঁস্তাকুড়ে আস্ত হিরা!
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:২২ পিএম, ৪ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার
‘যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখ তাই, পাইলেও পাইতে পার অমূল্য রতন’- বাংলার প্রাচীন এই প্রবাদ বাক্যটিই যেন সত্যি হল ৭০ বছরের এক বৃদ্ধার জীবনে। ঘর পরিষ্কার করতে গিয়ে ময়লার মাঝে আস্ত হিরা পেলেন তিনি। ‘সিক্রেট স্টোন’ নামের হিরাটি এখন নিলামে তোলার প্রস্তুতি চলছে।
বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায় উত্তর-পূর্ব ইংল্যান্ডের নর্দাম্বারল্যান্ডে বাড়ি ওই বৃদ্ধার। সম্প্রতি তিনি নাকি মন দিয়ে ঘর পরিষ্কার করছিলেন। এমন সময় একটি ঝলমলে পাথর চোখে পড়ে তার।
তিনি ধরেই নিয়েছিলেন পুরোনো কোনও গয়না থেকেই খুলে পড়েছে পাথরটি। এই ভেবে ফেলেও দিতে গিয়েছিলেন।
কিন্তু হঠাৎ কী মনে হওয়ায় সেটিকে যাচাই করতে দেন তিনি। এতেই চক্ষু চড়কগাছ। জানতে পারেন, ঘরের কোণে অবহেলায় পড়ে থাকা পাথরটি আসলে ৩৪ ক্যারাটের খাঁটি হিরা!
কিন্তু কী করে এই হিরা তার ঘরে এসেছিল? আর সেটার কথা তিনি ভুলেই বা গেলেন কেমন করে?
আসলে বহু বছর আগে একবার কিছু পুরোনো জিনিস কিনেছিলেন তিনি। তারমাঝেই ছিল হিরাটি। যা এতদিন অবহেলাতেই ফেলে রেখেছিলেন ওই বৃদ্ধা।
আসছে ৩০ নভেম্বর হিরাটি নিলামে তোলা হবে। এরইমধ্যে হিরাটির নাম দেওয়া হয়েছে ‘সিক্রেট স্টোন’। কারণ এতদিন সিক্রেটে থাকা হিরার মালিকও প্রকাশ্যে আসতে চান না, তার নামটিও রয়ে গেল সিক্রেট।
সূত্র: সংবাদ প্রতিদিন
এসবি /