ঢাকা, সোমবার   ১৪ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৯ ১৪৩১

কোভিড: ৩৬ জেলায় সংক্রমণ শূন্য 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৩২ পিএম, ৪ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার

দেশে গত ২৪ ঘণ্টায় ২৪৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। মারা গেছেন সাত জন। সংক্রমণের ৮০ শতাংশই ঢাকা বিভাগের পাঁচ জেলার বাসিন্দা। আর  দেশের ৩৬ জেলায় কোনও সংক্রমণ নেই।

ঢাকা, ফরিদপুর, গাজীপুর, মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ এই পাঁচ জেলায় শনাক্ত হয়েছে ১৯৮ জন নতুন রোগী। ঢাকা বিভাগের বাকি আট জেলায় নতুন করে কারও মধ্যে সংক্রমণ ধরা পড়েনি। 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত আক্রান্ত নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত আক্রান্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭০ হাজার ৪৮৫ জনে।

কোভিডে আক্রান্তদের মধ্যে গত এক দিনে আরও সাত জনের মৃত্যু হওয়ায় এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭ হাজার ৮৮৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ২২৭ জন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ১৫ লাখ ৩৪ হাজার ৩০০ জন।

আগের দিন বুধবার ২৫৬ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল, মৃত্যু হয়েছিল ৭ জনের। সে হিসেবে গত এক দিনে শনাক্ত সামান্য কমলেও মৃত্যুর সংখ্যা অপরিবর্তিত রয়েছে।

এক দিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত রোগীর হার কমে ১ দশমিক ৩২ শতাংশ হয়েছে,  যা আগের দিন ১ দশমিক ৩১ শতাংশ ছিল।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। গত ৩১ অগাস্ট তা ১৫ লাখ পেরিয়ে যায়। এর আগে ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ইতোমধ্যে ৫০ লাখ ১৯ হাজার ছাড়িয়েছে। আর শনাক্ত হয়েছে ২৪ কোটি ৭৯ লাখের বেশি রোগী।

এসবি/