বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট সাকিবের
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:০৭ এএম, ৫ নভেম্বর ২০২১ শুক্রবার
অস্ট্রেলিয়ার বিপক্ষে হার দিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ। বাছাই পর্ব ও সুপার টুয়েলভ মিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে ৮টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। বাছাই পর্বে তিন ম্যাচে ২ জয় এবং সুপার টুয়েলভে পাঁচ ম্যাচে জয়হীন শেষ করলো টাইগাররা।
এবারের আসরে বল হাতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন সাকিব আল হাসান। ১১ উইকেট নিয়েছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৮টি করে উইকেট মাহেদি হাসান ও মুস্তাফিজুর রহমানের।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বোলারদের পরিসংখ্যান :
নাম ম্যাচ ইনিংস ওভার রান উইকেট সেরা বোলিং ইনিংস
সাকিব আল হাসান ৬ ৬ ২২.০ ১২৩ ১১ ৪/৯
মাহেদি হাসান ৮ ৭ ২৪.৩ ১৫০ ৮ ২/২০
মুস্তাফিজুর রহমান ৭ ৭ ২৪.০ ২২২ ৮ ৪/৩৬
তাসকিন আহমেদ ৬ ৬ ২১.৫ ১৪২ ৬ ২/১২
মোহাম্মদ সাইফুদ্দিন ৪ ৪ ১৫.০ ১০৫ ৫ ২/২১
এসএ/