ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

মহিলা সমিতিতে ঐতিহ্যবাহী কারুশিল্প মেলা শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৪৯ পিএম, ৫ নভেম্বর ২০২১ শুক্রবার

রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতি প্রাঙ্গণে বৃহস্পতিবার (৪ নভেম্বর) থেকে শুরু হয়েছে ঐতিহ্যবাহী 'কারুশিল্প মেলা-২০২১'।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাভুক্ত প্রতিষ্ঠান বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন আয়োজিত এ মেলার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুর। 

ঢাকাবাসীর কাছে দেশের বিভিন্ন অঞ্চলের কারুশিল্পের বৈশিষ্ট্য ও নান্দনিকতা তুলে ধরা এ মেলার মূল লক্ষ্য ও উদ্দেশ্য। মেলা থেকে ক্রেতারা নিজেদের পছন্দ অনুযায়ী কারুপণ্য সংগ্রহ করতে পারবেন। ২৬টি স্টলের মাধ্যমে মোট ৫২ জন কারুশিল্পী এ মেলায় বিভিন্ন কারুপণ্য প্রদর্শন করছেন। 

পাঁচদিনব্যাপী এ মেলা চলবে ৪ থেকে ৮ নভেম্বর পর্যন্ত।

এসি