ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

কোভিডে আরও ৩ মৃত্যু, শনাক্ত ১৯৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৪৮ পিএম, ৫ নভেম্বর ২০২১ শুক্রবার | আপডেট: ০৬:০২ পিএম, ৫ নভেম্বর ২০২১ শুক্রবার

গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডে আক্রান্ত রোগীর সংখ্যা দুইশর নিচে নেমে এসেছে, নতুন করে অর্ধেক জেলায় কোনো রোগী শনাক্ত হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১৯৬ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে আরও ৩ জনের।

শুক্রবার সকাল পর্যন্ত আক্রান্ত নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত আক্রান্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭০ হাজার ৬৮১ জনে। তাদের মধ্যে ২৭ হাজার ৮৯০ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ১৭৮ জন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ১৫ লাখ ৩৪ হাজার ৪৭৮ জন। আগের দিন বৃহস্পতিবার ২৪৭ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল, মৃত্যু হয়েছিল ৭ জনের। সে হিসেবে গত এক দিনে শনাক্ত ও মৃত্যু দুটোই কমেছে।

এক দিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত রোগীর হার কমে ১ দশমিক ১২ শতাংশ হয়েছে, যা আগের দিন ১ দশমিক ৩২ শতাংশ ছিল।

নতুন শনাক্ত ১৯৬ জনের মধ্যে ১৩৩ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। এ বিভাগের মধ্যে ঢাকা, ফরিদপুর ও মুন্সীগঞ্জ এই তিন জেলায় শনাক্ত হয়েছে ওই ১৩৩ জন নতুন রোগী। ঢাকা বিভাগের বাকি নয় জেলায় নতুন করে কারও মধ্যে সংক্রমণ ধরা পড়েনি।

এসি