ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

বৃহত্তর বগুড়া সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ১০ ডিসেম্বর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৪৪ পিএম, ৫ নভেম্বর ২০২১ শুক্রবার

বৃহত্তর বগুড়া সমিতির কার্যকরী সংসদের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২২-২০২৩) আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ভোট অনুষ্ঠিত হবে ঢাকার হাতিরপুলের সোনারগাঁও রোডে অবস্থিত বৃহত্তর বগুড়া সমিতির অফিসে।

বগুড়া সমিতির পক্ষ থেকে এক বিবৃতি’র মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত (সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত বিরতি) ভোট অনুষ্ঠিত হবে। একই দিনে ফলাফল ঘোষণা করা হবে।

এতে আরও বলা হয়, ভোটার তালিকাভুক্তির শেষ তারিখ ১১ নভেম্বর। খসড়া ভোটার তালিকা প্রকাশ ১২ নভেম্বর। খসড়া ভোটার তালিকার উপর আপত্তি গ্রহণ ১৯ নভেম্বর। ভোটার তালিকার উপর আপত্তি নিষ্পত্তি ২১ নভেম্বর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২২ নভেম্বর। 

আরও বলা হয়, মনোনয়ন পত্র বিক্রয় শুরু হবে ২২ নভেম্বর থেকে। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ নভেম্বর (সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত)। মনোনয়ন পত্র বাছাই ২৬ নভেম্বর (রাত ৮ টার পর)। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ৩ ডিসেম্বর (রাত ৮ টা পর্যন্ত)।

এসি