টেক্সাসের মিউজিক ফেস্টিভ্যালে পিষ্ট হয়ে ৮ জন নিহত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:০৪ পিএম, ৬ নভেম্বর ২০২১ শনিবার
হিউস্টনে অ্যাস্ট্রোওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যালের উদ্বোধনী রাতে শুক্রবার সংঘর্ষে অন্তত আটজন নিহত এবং অনেকে আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
এনআরজি পার্কের বাইরে ভোরে সংবাদ সম্মেলনে হিউস্টন ফায়ার চিফ স্যামুয়েল পেনা হতাহতের পরিসংখ্যান নিশ্চিত করেছেন।
রাত ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। যখন মঞ্চের ভিড় সামনের দিকে সংকুচিত হতে শুরু করে।
ফায়ার ডিপার্টমেন্ট ১৭ জনকে ঘটনাস্থল থেকে হাসপাতালে নিয়ে যায়। যাদের নিয়ে যাওয়া হয়েছিলো তাদের মধ্যে ১১ জন কার্ডিয়াক অ্যারেস্টে ছিল।
হিউস্টন ক্রনিকেল জানিয়েছে, র্যাপার ট্র্যাভিস স্কটের একটি সেটের সময় ভিড় বেড়ে গেলে এই দূর্ঘটনা ঘটেছিল।
প্রোগ্রাম কর্তৃপক্ষ দুই দিনের ইভেন্টের জন্য ৫০ হাজার জনের মত মানুষের উপস্থিতি হবে বলে জানিয়েছিলো। এ ঘটনার পর উৎসবের দ্বিতীয় দিন বাতিল করা হয়েছে।
সূত্র : রয়র্টাস
আরএমএ/