ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫,   পৌষ ৩০ ১৪৩১

মৌলভীবাজারে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১০:২৬ এএম, ৭ নভেম্বর ২০২১ রবিবার | আপডেট: ১০:২৮ এএম, ৭ নভেম্বর ২০২১ রবিবার

এম্বুলেন্সে রাখা নিহতদের মরদেহ

এম্বুলেন্সে রাখা নিহতদের মরদেহ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাইজদিহি পাহাড়ে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় র‌্যাবের তিন সদস্য আহত হয়েছেন।

রোববার ভোরে পাহাড়ি এলাকায় টহল কালে র‌্যাবের সঙ্গে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‌্যাবের শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার বস দত্ত চাকমা জানান, আজ রোববার ভোর রাতে শ্রীমঙ্গল মাইজদী পাহাড়ি এলাকায় টহলকালে তাদের গাড়ি লক্ষ্য করে গুলি ছুঁড়লে র‌্যাবের পক্ষ থেকেও পাল্টা গুলি ছোড়া হয়। এসময় কোম্পানির তিন সদস্য আহত হন।

গোলাগুলি থেমে যাওয়ার কিছুক্ষণ পর ঘটনাস্থলে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে র‌্যাব। এদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।  

লাশ দুটি শ্রীমঙ্গল থানায় একটি এম্বুলেন্সে রাখা হয়েছে।

শ্রীমঙ্গল থানার এসআই মোঃ জামাল জানান, রোববার ভোরে শ্রীমঙ্গল র‌্যাব ক্যাম্প থেকে লাশ দুটি রেখে গেছে। তবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এএইচ/