বাড়ি থেকে একই পরিবারের ৩ জনের মৃতদেহ উদ্ধার
সাভার প্রতিনিধি
প্রকাশিত : ১১:৪৯ এএম, ৭ নভেম্বর ২০২১ রবিবার
সাভারের আশুলিয়ার জামগড়া রূপায়ন মাঠ এলাকার একটি বাড়ি থেকে একই পরিবারের ৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন, দিনাজপুরের সবুর মিয়া, তার স্ত্রী রোজিনা বেগম ও তাদের ছয় বছরের শিশুকন্যা সুমাইয়া।
পুলিশ জানায়, কয়েকদিন আগে সবুর মিয়ার রিকশা চুরি হয়। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল।
ধারণা করা হচ্ছে, শনিবার রাতে দরজা বন্ধ করে স্ত্রী-সন্তানকে শ্বাসরোধে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছে সবুর মিয়া।
এদিকে, গেলো রাতে আশুলিয়ার শিমুলিয়ার গোয়াইলবাড়ি এলাকার একটি বাড়ি থেকে স্কুলছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
এএইচ/