ঢাকা, সোমবার   ১৪ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৯ ১৪৩১

তৃতীয় দিনে চলছে পরিবহন ধর্মঘট, ভীড় রেলস্টেশনে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:১৫ পিএম, ৭ নভেম্বর ২০২১ রবিবার

রেলস্টেশনে যাত্রীদের ভীড়

রেলস্টেশনে যাত্রীদের ভীড়

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে পরিবহন ভাড়া সমন্বয়ের দাবিতে সারাদেশে তৃতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট চলছে। বন্ধ রয়েছে বাস-ট্রাক-কাভার্ডভ্যান ও লঞ্চ চলাচল। পরিবহন বন্ধ থাকায় যাত্রী দুর্ভোগের পাশাপাশি দেশের বিভিন্নস্থানে দাম বেড়েছে নিত্যপণ্য ও কাচাঁমালের।

উত্তরের জনপদ রংপুরে তৃতীয় দিনের মতো বাস-ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ রয়েছে। বিপাকে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা। বিশেষ প্রয়োজনে দুই তিন গুণ বেশি ভাড়ায় বিকল্প উপায়ে যাতায়াত করতে হচ্ছে।

খুলনায়ও তৃতীয়দিনের মত চলছে পরিবহন ধর্মঘট। বন্ধ রয়েছে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী যান। এতে দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের।

ময়মনসিংহে বাস-ট্রাক বন্ধ থাকায় সাধারণ মানুষের পাশাপাশি ভোগান্তিতে পরিবহন শ্রমিকরাও।

সড়ক পথে পরিবহন চলাচল বন্ধ থাকায় সিলেট ও রাজশাহীসহ চাপ বেড়েছে বিভিন্ন রেল স্টেশনে।

বরিশাল ও ভোলায় বাস-ট্রাকের সাথে বন্ধ রয়েছে লঞ্চ চলাচল।

এছাড়া গাজীপুর, ভৈরব, নারায়ণগঞ্জ, নেত্রকোণা, নাটোর, মেহেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে যাত্রী দুর্ভোগ চরমে। পণ্য পরিবহন করতে না পারায় দাম বেড়েছে নিত্যপণ্য ও কাচাঁমালের।

এদিকে, ধর্মঘটের তৃতীয় দিনে বন্দরনগরী চট্টগ্রামে অভ্যন্তরীণ রুটে গণপরিবহন চলাচল করতে শুরু করেছে। তবে রাস্তায় ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল করতে দেখা যায়নি।

ভিডিও-

এএইচ/