পাকিস্তানকে হারিয়ে চমক দেখাতে চায় স্কটল্যান্ড
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:০৪ পিএম, ৭ নভেম্বর ২০২১ রবিবার
আফগানিস্তানের বিপক্ষে বড় জয়ে নিউজিল্যান্ডের সেমি নিশ্চিত হওয়ার পাশাপাশি পয়েন্ট টেবিলের দুইয়ে নেমে গেছে পাকিস্তান। যদিও রাতে স্কটল্যান্ডের বিপক্ষে জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালের মঞ্চে নামতে পারবে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। সেই লক্ষ্যে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক বাবর আজম।
তবে তাদেরকে হতাশ করে অঘটন ঘটিয়েই এবারের বিশ্বকাপ মিশনটি স্মরণীয় করে রাখতে চায় স্কটিশরা। সেই লক্ষ্যে শারাজার এই ম্যাচের একাদশে দুটি পরিবর্তন নিয়েই মাঠে নেমেছে স্কটল্যান্ড। ম্যাকলিয়ড ও এভান্সকে বসিয়ে হামজা তাহির ও ডিলান বাজকে একাদশে নিয়েছে দলটি।
এদিকে, আগের ম্যাচের জয়ী একাদশে কোনো পরিবর্তন আনেনি পাকিস্তান।
পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলি, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।
স্কটল্যান্ড একাদশ
জর্জ মুনসে, কাইল কোয়েৎজার (অধিনায়ক), ম্যাথিউ ক্রস (উইকেটরক্ষক), রিচি বেরিংটন, ডিলান বাজ, মাইকেল লিস্ক, ক্রিস্টোফার গ্রিভস, মার্ক ওয়াট, হামজা তাহির, সাফিয়ান শরীফ এবং ব্র্যাডলি হোয়েল।
এনএস//