রাজশাহী-ঢাকা রুটে বাস ভাড়া বাড়ল ২শ’ টাকা পর্যন্ত
রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত : ০৩:৩০ পিএম, ৮ নভেম্বর ২০২১ সোমবার | আপডেট: ০৩:৩৩ পিএম, ৮ নভেম্বর ২০২১ সোমবার
বাস কাউন্ডারে এসে বর্ধি ত ভাড়ার অংক শুনে যাত্রীরা হতাশ
বাড়তি ভাড়ায় রাজশাহী থেকে ঢাকাসহ সকল রুটে বাস চলাচল করছে। এসি বাসে ২শ’ ও ননএসিতে বাড়ানো হয়েছে ১২০ টাকা করে। এই বর্ধিত ভাড়া নিয়ে বিপাকে পড়েছেন যাত্রীরা।
রাজশাহী থেকে ঢাকাগামী ননএসি পূর্বের ভাড়া ছিলো ৪৮০ টাকা; যা বেড়ে দাঁড়িয়েছে ৬শ’ টাকা। এসি বাসের ভাড়া এক হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে এক হাজার ২শ’ টাকা বলে জানিয়েছেন রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মতিউল হক টিটো।
তিনি জানান, বর্ধিত ভাড়া কার্যকর হয়েছে। কোনো জায়গায় কত টাকা ভাড়া হবে চার্ট টাঙিয়ে সেই অনুযায়ী ভাড়া নেওয়া হবে।
বিআরটিএর ঘোষণার পর সন্ধ্যা থেকেই রাজশাহীতে বাস চলাচল করার অনুমতি দেওয়া হয়। রাজশাহীতে যেহেতু টাউন সার্ভিস নাই তাই সব রুটেই কিলোমিটারে ১.৮০ টাকা হারে কার্যকর হবে। তবে ঢাকাগামী দূর পাল্লার বাসের ক্ষেত্রে যমুনা সেতুর টোল যুক্ত হওয়ায় ভাড়া আরও কিছুটা বাড়বে বলে জানান তিনি।
এদিকে, রাজশাহীর গোদাগাড়ী এলাকার আফজাল হোসেন নামের এক যাত্রী জানান, ন্যাশনাল ট্রাভেলসের এসি গাড়িতে তার আগেই টিকিট করা ছিল এক হাজার টাকায়। যাত্রার আগে তার কাছ থেকে আরও দুইশ’ টাকা নেয়া হয়েছে।
এএইচ/