চীনের প্রথম নারী হিসাবে মহাকাশে হাঁটলেন ইয়াপিং
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৫৩ পিএম, ৮ নভেম্বর ২০২১ সোমবার
চীনা নারী হিসেবে প্রথমবারের মতো মহাকাশে হাঁটলেন নভোচারী ওয়াং ইয়াপিং। চীনের তিয়েনগং মহাকাশ স্টেশনে মেরামতের কাজে অংশ নিতে ওয়াং ও তার দলের আরেক সদস্য মহাশূন্যে ছয় ঘণ্টা সময় কাটান।
রোববার রাতে ৩১ বছর বয়সী ওয়াং ইয়াপিং ও তার সহকর্মী ঝাই ঝিগ্যাং তিয়েনগং মহাকাশ স্টেশনের বাইরে পা রাখেন।
এ সময় তারা দুজন মিলে মহাকাশ স্টেশনের বেশ কিছু যন্ত্রাংশ স্থাপন করেন। ক্যামেরার মাধ্যমে তাদের চলাচল ও কাজকর্ম পর্যবেক্ষণ করা হয়।
সোমবার চায়না ম্যানড স্পেস এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, চীনের মহাকাশ গবেষণার ইতিহাসেও এই প্রথম কোনো নারী মহাকাশে হাঁটলেন। এটি শেনঝউ-১৩-এর ওই নভোচারীর জন্য মহাকাশ স্টেশনের বাইরে পা রাখার প্রথম ঘটনা। যা সফলভাবে শেষ হয়েছে।
চীনের একাধিক মহাকাশ গবেষণা প্রকল্প চালু আছে। যার মধ্যে তিয়ানগং মহাকাশ স্টেশন স্থাপনকে একটি বড় সাফল্য হিসেবে দেশছে শি জিনপিং সরকার।
এর আগে চন্দ্র অভিযানের পাশাপাশি তিয়ানগং মহাকাশ স্টেশন থেকে মঙ্গলগ্রহে সফলভাবে মহাকাশযান পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, কমপক্ষে ১০ বছর তিয়েনগং মহাকাশ স্টেশনটি কর্মক্ষম থাকবে। সেখানে এই মুহূর্তে অবস্থান করছেন ওয়াং ইয়াপিং ও ঝাই ঝিগ্যাং ছাড়াও ইয়ে গুয়াংফু নামের আরেক নভোচারী।
সূত্র: সিএনএন
এসবি/