হাঁসের সঙ্গে এ কেমন শক্রতা!
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত : ০৯:১৩ এএম, ৯ নভেম্বর ২০২১ মঙ্গলবার | আপডেট: ১০:১৫ এএম, ৯ নভেম্বর ২০২১ মঙ্গলবার
বিষ মাখানো খাবার খেয়ে মৃত ১১০টি হাঁস
ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের নুরনগর গ্রামে খাবারের সাথে বিষ মিশিয়ে একটি খামারের ১১০টি হাঁস মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। খামারের মালিক স্থানীয় মো. ফারুক হোসেন এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করেছেন।
সোমবার (৮ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন খামার মালিক।
মো. ফারুক হোসেন জানান, নুরনগর ব্রিজের পাশে তিনি একটি হাঁসের খামার গড়ে তুলেছেন। খামারে ১১০টি হাঁস ছিল। সোমবার বিকেলে খামারের কর্মচারি নামাজ পড়তে গেলে কে বা কারা হাঁসের খাবারের সাথে বিষাক্ত কিটনাশক মিশিয়ে দেয়। পরে সেই খাবার খেয়ে সবগুলো হাঁসই মারা যায়।
এ ঘটনায় নিন্দা জানিয়েছেন স্থানীয়রা। তারা মনে করেন, মানুষের সাথে মানুষের শত্রুতা থাকতে পারে। তাই বলে হাঁস মেরে প্রতিশোধ নিতে হবে? এ কেমন নিষ্ঠুরতা!
এএইচ/