মাদারীপুরে ভোটকেন্দ্রে ধাওয়া-পাল্টা ধাওয়া, বোমা বিস্ফোরণ
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত : ০১:১২ পিএম, ১১ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার | আপডেট: ০১:১৪ পিএম, ১১ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার
পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনে আইন-শৃঙ্খলা বাহিনী
মাদারীপুরের কালকিনিতে সাহেবরামপুর ইউনিয়নের ভোটকেন্দ্রে ধাওয়া-পাল্টা ধাওয়া ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই কেন্দ্রে প্রায় আধা ঘণ্টা বন্ধ রাখা হয় ভোটগ্রহণ।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আন্ডারচর হাইস্কুল কেন্দ্রে নৌকা প্রার্থী কামরুল আহসান সেলিম ও স্বতন্ত্র আনারস প্রতীক প্রার্থী মাহাবুর রহমান মুরাদ সরদার সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এসময় বেশ কিছু ককটেল ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ভোটারদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
পরবর্তীতে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় প্রায় আধা ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ভোট গ্রহণ শুরু হয়েছে। বর্তমানে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
এএইচ/