নরসিংদীতে ভোটকেন্দ্র দখলের সহিংসতায় নিহত বেড়ে ৩
নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত : ০২:৩৪ পিএম, ১১ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার | আপডেট: ০২:৩৫ পিএম, ১১ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার
নরসিংদীর রায়পুরার প্রত্যন্ত চরাঞ্চল বাঁশগাড়ীতে ভোটকেন্দ্র দখল নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সহিংসতায় নিহত বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের এবং গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নেয়ার পর মারা যান আরও দু’জন।
বৃহস্পতিবার সকালে ভোট কেন্দ্র দখল নিয়ে দু’পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বাঁশগাড়ির বালুয়াকান্দি গ্রামের হেকিম মিয়ার ছেলে মো: সালাউদ্দিন মিয়া (৩০), সিরাজ মিয়ার ছেলে দুলাল মিয়া (২৬) এবং আব্দুল হক মিয়ার ছেলে জাহাঙ্গীর (২৬)।
নিহত সালাউদ্দিন ও জাহাঙ্গীর এই ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাকির হোসেনের সমর্থক এবং দুলাল মিয়া নৌকার প্রার্থী আশরাফুল হকের সমর্থক।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর আগে কেন্দ্র দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে আশরাফুল পক্ষের সমর্থকদের গুলিতে জাকির পক্ষের দুইজন এবং আশরাফুল হকের একজনের মৃত্যু হয়েছে।
রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ জানান, বাঁশগাড়িতে এখন পর্যন্ত গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদী সদর হাসপাতালে একজন, জেলা হাসপাতালে একজন এবং অন্যজনের লাশ ঘটনাস্থল থেকে হাসপাতালে প্রেরণ করা হয়।
এএইচ/