ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

কঙ্গো থেকে উগান্ডায় পালিয়ে গেল ১১ হাজার মানুষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪১ পিএম, ১১ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার

গণপ্রজাতন্ত্রী কঙ্গোর পূর্বাঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ায় কমপক্ষে ১১ হাজার মানুষ উগান্ডায় পালিয়ে গেছে। দেশটিতে সপ্তাহান্তে এ সংঘাত ছড়িয়ে পড়ে। মঙ্গলবার জাতিসংঘ শরণার্থী সংস্থা একথা জানায়। খবর এএফপি’র।

ইউএনএইচসিআর মুখপাত্র শাবিয়া মন্টু জানান, এক বছরেরও বেশি সময়ের মধ্যে এ সংখ্যা হচ্ছে উগান্ডায় শরণার্থীদের সবচেয়ে বৃহত্তম অন্ত:প্রবাহ। তিনি আরো জানান, এদের বেশির ভাগই নারী ও শিশু।

জেনেভায় ব্রিফিংকালে মন্টু বলেন, ‘গণপ্রজাতন্ত্রী কঙ্গোর পূর্বাঞ্চলে ক্রমবর্ধমান সংঘাতের কারণে রোববার রাত থেকে কমপক্ষে ১১ হাজার মানুষ সীমান্ত অতিক্রম করে উগান্ডায় পালিয়ে গেছে।’

‘দেশটির নর্থ কিভুর রাটশুরু অঞ্চলে মিলিশিয়া গ্রুপ ও কঙ্গোর সশস্ত্র বাহিনীর মধ্যে এ সংঘাত চলছে।’

প্রায় ৮ হাজার শরণার্থী বুনাগানা শহরে প্রবেশ করেছে এবং আরো ৩ হাজার জন কিবায়া সীমান্ত পয়েন্টে রয়েছে। উভয় এলাকা উগান্ডার রাজধানী কাম্পালা থেকে প্রায় ৫শ’ কিলোমিটার দূরে অবস্থিত।

মন্টু বলেন, ঘরবাড়ি ছেড়ে পালানোর সময় অনেক মানুষ রান্নার বাসনপত্র, ঘুমানোর ম্যাট, কাপড় ও গবাদিপশু সাথে করে নিয়ে এসেছে।

এসি