আফগানিস্তানে অর্থনৈতিক সঙ্কট কাটাতে চার দেশের বৈঠক
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:২১ এএম, ১২ নভেম্বর ২০২১ শুক্রবার | আপডেট: ০৯:২৮ এএম, ১২ নভেম্বর ২০২১ শুক্রবার
আফগানিস্তানে চলমান অর্থনৈতিক ও মানবিক সঙ্কটের বিষয়ে বৈঠক করেছে পাকিস্তান, যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার জ্যেষ্ঠ কূটনীতিকরা।
পাকিস্তানের উদ্যোগে বৃহস্পতিবার দেশটির রাজধানী ইসলামাবাদে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি বলেন, "আফগানিস্তানের ‘অর্থনীতি পতনের দ্বারপ্রান্তে’।"
এ জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই পশ্চিমা দাতাদের বন্ধ করে দেওয়া অর্থায়ন পুনরায় চালু করতে হবে বলেও জানান তিনি। বলেন, "আফগানিস্তানকে মানবিক সহায়তা প্রদান করতে হবে।"
মাহমুদ কোরেশি আরও বলেন, "আফগানিস্তানের অর্থনৈতিক অবস্থার আরও অবনতি হলে নতুন তালেবান সরকারের জন্য দেশটি পরিচালনা করা কঠিন হয়ে পড়বে। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত জরুরি ভিত্তিতে সেখানে মানবিক সহায়তার ব্যবস্থা জোরদার করা।"
এটি পশ্চিমা দেশগুলোকে উপকৃত করবে বলেও জানান কোরেশি।
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার উদ্দেশ্যে বলেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র যদি মনে করে ভৌগলিক অবস্থানগত দিকদিয়ে তারা অনেক দূরে, তাই নিরাপদে রয়েছে এবং এ কারণে তারা সন্তাশবাদ দ্বারা প্রভাবিত হবে না তাহলে তা ভুল।
এই বৈঠকে অংশ নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের আফগানিস্তানবিষয়ক নতুন দূত টমাস ওয়েস্ট। বৈঠক শেষে এই সঙ্কট সমাধানে তিনি রাশিয়া ও ভারতও সফর করবেন বলে জানিয়েছিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে বৈঠকের সময় আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ইসলামাবাদেই অবস্থান করছিলেন। তবে বৈঠকে অংশ নেননি তিনি।
এদিকে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের ডেভিড বিসলে বৃহস্পতিবার বলেছেন যে আফগানিস্তানে "বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকট দেখা দিতে যাচ্ছে, যেখানে ২২ মিলিয়নেরও বেশি মানুষ অনাহারে পড়তে পারে।"
সূত্র: সিএনএন
এসবি/