চালককে অজ্ঞান করে ভ্যান চুরি করলে স্বামী-স্ত্রী
যশোর প্রতিনিধি
প্রকাশিত : ১১:৩১ এএম, ১২ নভেম্বর ২০২১ শুক্রবার
যশোরের শার্শায় ইঞ্জিনচালিত ভ্যান ছিনতায়ের অভিযোগে এক দম্পতিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার লাউতাড়া গ্রাম থেকে ওই ছিনতাইকারী দম্পতিকে আটক করে ভ্যানটি উদ্ধার করা হয়।
আটক ছিনতাইকারী দম্পতিরা হলেন, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার গবিন্দপুর গ্রামের আনসার সরদারের ছেলে মনিরুল ইসলাম সরদার এবং মনিরুলের স্ত্রী রাসেদা বেগম।
ভুক্তভোগী ভ্যানচালক মহরম হোসেন জানান, তার শার্শার নাভারন বাজার থেকে ৫শ টাকায় রিজার্ভ হিসাবে ওই দম্পতির সঙ্গে গিয়েছিলেন তিনি। পরে কাজ আছে বলে তাকে রাজাপুর বিল এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে কোমলপানীয় খেতে দেওয়া হয় তাকে।
এতে অস্বীকৃতি জানালে এক পর্যায়ে তার গলায় ছুরি ধরে ওই দম্পতি। এ সময় বাধ্য হয়ে ওই পনীয় খান এবং অজ্ঞান হয়ে পড়েন ভ্যানচালক মহরম।
পরে জ্ঞান ফিরলে নিজেকে হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পান তিনি। এ সময় তার চিৎকারে ছুটে আসেন এলাকাবাসী। পরে এলাকায় খোঁজ করে তার ভ্যান উদ্ধার করা হয় এবং ওই ছিনতাইকারী দম্পতিকে আটক করে পুলিশে দেওয়া হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আটক ওই দম্পতি এর আগেও এভাবে ছিনতাই করেছে। তাদের বিরুদ্ধে মামলা করা হবে।
এসবি/