ঢাকা, রবিবার   ১৩ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৮ ১৪৩১

২২তম এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:১৯ পিএম, ১৩ নভেম্বর ২০২১ শনিবার

বাংলাদেশ আরচারি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ‘তীর ২২তম এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপস-২০২১’ এর উদ্বোধন করা হয়েছে।’

শনিবার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি গ্রুপের নির্বাহি পরিচালক (বিক্রয় ও বিপণন) জাফর উদ্দিন সিদ্দিকী এবং ওয়ার্ল্ড আরচারি ফেডারেশনের সেক্রেটারী জেনারেল টমি রেনে জোসেফিন ডিয়েলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড আরচারি এশিয়ার সেক্রেটারী জেনারেল কিউ হুং হান (টমাস), চ্যাম্পিয়নশিপের চীফ কোয়ার্ডিনেটর এবং বাংলাদেশ আরচারি ফেডারেশনের সহ-সভাপতি ফয়সাল আহসানউল্লাহ এবং সিটি গ্রুপের ব্র্যান্ড ম্যানেজার রুবায়েত আহমেদ।

বাংলাদেশ আরচারি ফেডারেশনের সভাপতি লে: জেনারেল মো: মইনুল ইসলাম (অব:)’র সভাপতিত্ব সৈয়দ শাহেদ রেজার হাতে শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল।

চ্যাম্পিয়নশিপে স্বাগতিক বাংলাদেশসহ এশিয়া মহাদেশের ১৬টি দেশ থেকে ১৮৭ জন আরচার ও কর্মকর্তা অংশগ্রহণ করছেন।ৎ

প্রতিযোগিতায় বাংলাদেশের ১৫ জন আরচার অংশগ্রহণ করছেন।

এএইচ/