ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১৫ ১৪৩১

মীর মশাররফ হোসেনের ১৭৪তম জন্মবার্ষিকী পালিত

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ০৪:০৭ পিএম, ১৩ নভেম্বর ২০২১ শনিবার

ঊনবিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ মুসলিম সাহিত্যিক, কালজয়ী উপন্যাস বিষাদ সিন্ধুর রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার সকালে বাংলা একাডেমির আয়োজনে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদীতে তার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ শেষে আলোচনা সভার মধ্যে দিয়ে তার জন্মবার্ষিকী পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলা একাডেমির কর্মকর্তা ও মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা শেখ ফয়সাল আমীন, বাংলা একাডেমির সচিব এএইচএম লোকমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান প্রমুখ।

মীর মশাররফ হোসেন ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা লাহিনীপাড়া গ্রামের মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তিনি ১৯১১ সালের ১৯ ডিসেম্বর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে মৃত্যুবরণ করেন। 

মীর মশাররফ হোসেন গল্প, উপন্যাস, নাটক, কবিতা, আত্মজীবনী, প্রবন্ধ ও ধর্ম বিষয়ক ৩৭টি বই রচনা করেছেন। সাহিত্য রচনার পাশাপাশি সাংবাদিকতাও করেছেন।

এএইচ/