কিডনি রোগীর সেবায় একীভূত মাশরাফি-জেএমআই
নড়াইল প্রতিনিধি
প্রকাশিত : ০৮:৪৬ পিএম, ১৩ নভেম্বর ২০২১ শনিবার
মো. আবদুর রাজ্জাক ও মাশরাফি বিন মর্তুজা
নড়াইলে কিডনি রোগীদের সেবা দিতে সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সঙ্গে কাজ করবে জেএমআই গ্রুপ। এজন্য জাপানি প্রযুক্তির যন্ত্রপাতি দিয়ে নড়াইলে স্থাপন করা হবে একটি অত্যাধুনিক কিডনি ডায়ালাইসিস সেন্টার। যেখানে কম খরচে উন্নত প্রযুক্তির ডায়ালাইসিস সেবা পাবেন নড়াইলবাসী।
শনিবার (১৩ নভেম্বর) এ উপলক্ষে জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড এবং নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের (এনইএফ) মধ্যে একটি চুক্তি সই হয়েছে।
এসময় জেএমআই গ্রুপের পক্ষে প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক এবং নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের পক্ষে চেয়ারম্যান মাশরাফি বিন মর্তুজা চুক্তিতে সই করেন।
চুক্তি অনুযায়ী, কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন ও পরিচালনায় জাপানি যন্ত্রপাতি এবং কারিগরি দক্ষতা দেবে জেএমআই। আর ডায়ালাইসিস সেন্টার স্থাপনের জায়গা, অন্যান্য আনুষঙ্গিক সুবিধা নিশ্চিত করা এবং দক্ষ চিকিৎসক-নার্সদের মাধ্যমে রোগীদের সেবা দেয়ার ব্যবস্থা করবে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন।
চুক্তি সই অনুষ্ঠানে মাশরাফি বিন মর্তুজা জানান, দেশের অন্যান্য জেলার তুলনায় স্বাস্থ্যসেবায় অনেক পিছিয়ে নড়াইল। আশেপাশের বিভিন্ন জেলায় কিডনি ডায়ালাইসিস সেন্টার থাকলেও, নড়াইলে কোনো সুবিধা নেই। ফলে অনেকেরই কিডনি ডায়ালাইসিসের খরচ মেটানোর সামর্থ্য থাকলেও, যাতায়াত জটিলতায় সেবা নিতে পারেন না। জেএমআইয়ের সঙ্গে চুক্তির আওতায় কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপিত হলে নড়াইলবাসীর দুর্ভোগ অনেকটাই কমে আসবে বলে আমি মনে করি।
জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক জানান, দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ বিনিয়োগের প্রতিষ্ঠান জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। এই প্রতিষ্ঠানে উৎপাদিত মাস্ক, গ্লাভসসহ বিভিন্ন পণ্য দেশের বাজারে সরবরাহের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। করোনার মধ্যে দেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে করোনার মতো সূক্ষ্ম ভাইরাসপ্রতিরোধী কেএন-৯৫ মাস্ক বানিয়েছে জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড।
মো. আবদুর রাজ্জাক আরও বলেন, “কিডনি রোগীদের সেবায় সারা দেশে ডায়ালাইসিস সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে জেএমআই গ্রুপের। এ উদ্যোগের আওতায় রাজধানীর হলি ফ্যামিলিতে একটি ডায়ালাইসিস সেন্টার চালু রয়েছে। চুক্তি সই হয়েছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল-এর সঙ্গেও। এরই ধারাবাহিকতায় নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সঙ্গে আজ (শনিবার) চুক্তিবদ্ধ হলো জেএমআই।”
চুক্তি সই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেএমআই গ্রুপের চেয়ারম্যান জাবেদ ইকবাল পাঠান, নিপ্রো-জেএমআই ডায়ালাইসিস সেন্টার লিমিটেডের নির্বাহী পরিচালক কুনিও (কেনি) তাকামিদো এবং নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেডের পরিচালক (অর্থ) হিরোশি সাইতো, জেএমআই গ্রুপের নির্বাহী পরিচালক মো. মহিউদ্দিন আহমেদ ও মো. তানভীর হোসাইন এবং প্রধান অর্থ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।
এনএস//