ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

দেশলাই কাঠিতে খুলবে তালা! 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:০৩ পিএম, ১৪ নভেম্বর ২০২১ রবিবার | আপডেট: ০৩:০৮ পিএম, ১৪ নভেম্বর ২০২১ রবিবার

বাইরে থেকে এসেছেন, বাসায় ঢুকতে গিয়ে দেখলেন চাবিটা সঙ্গে নেই, অথচ বাসায় তালা। কী করবেন এই মুহূর্তে? চটজলদি এই সমস্যার সমাধান কিন্তু সম্ভব। সে জন্য আপনাকে যেতে হবে না পেশাদার কারও কাছে। কাজটি নিজেই করে ফেলতে পারবেন। 

এ জন্য শুধু হাতের কাছে প্রয়োজন এক বাক্স দেশলাই। 

প্রথমেই দেশলাই কাঠিগুলির ডগা থেকে বারুদ ছাড়িয়ে নিতে হবে। তবে মনে রাখবেন, বারুদসহ একটি কাঠি রেখে দেবেন। সেটি পরে কাজে লাগবে। 

সব কাঠির ডগা থেকে বারুদ ছাড়িয়ে নেওয়ার পরে, সব বারুদ একসঙ্গে একটি কাগজের মধ্যে রাখতে হবে। 

কাগজ থেকে সেই বারুদ আস্তে আস্তে তালার ফুটোর মধ্যে ঢেলে দিতে হবে।

এবার চাবি ঢোকানোর ছিদ্রে আস্ত দেশলাই কাঠিটি গুঁজে দিতে হবে। মনে রাখতে হবে, দেশলাই কাঠির বারুদের অংশটি থাকবে বাইরের দিকে।

এরপরে কাঠির বাইরে বেরহয়ে থাকা বারুদের অংশে আগুন দিতে হবে। বারুদ জ্বলে যাওয়ার পরে আগুন কাঠির নিচের দিকে ছড়িয়ে পড়বে এবং তালার ভেতরে সেই জায়গায় পৌঁছবে, যেখানে গুঁড়ো বারুদ রয়েছে।

এই সময়ে তালা থেকে নিরাপদ দূরত্বে থাকাই ভালো। কারণ, এই অবস্থায় হাল্কা একটি বিস্ফোরণ হতে পারে তালার মধ্যে।

আর বিস্ফোরণের পরেই তালাটি খুলে যাবে।

এভাবে কেবল ছোটখাটো তালাই খোলা সম্ভব। বড় তালা খোলার জন্য পেশাদার কারও সাহায্য কিন্তু নিতেই হবে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা
এমএম/এসবি