রাজবাড়ীতে ২০০ দরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:৩৬ পিএম, ১৪ নভেম্বর ২০২১ রবিবার | আপডেট: ০৪:৩৮ পিএম, ১৪ নভেম্বর ২০২১ রবিবার
রাজবাড়ীতে মানবিক সংগঠন স্বপ্নের রাজবাড়ীর আয়োজনে ২০০ জন অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে সরকারী আদর্শ মহিলা কলেজ প্রাঙ্গণে এই চাল বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, স্বপ্নের রাজবাড়ীর প্রধান উপদেষ্টা ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। অন্যানের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওসি, কলেজের শিক্ষকসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনটি করোনাকালীন বিভিন্ন সময় অসহায় দরিদ্রদের পাশে থেকে সহযোগিতা করে আসছে।
কেআই//