ঢাকা, রবিবার   ১৩ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৮ ১৪৩১

লিভারপুলে গাড়ি বিস্ফোরণে নিহত ১, আটক ৩ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৩ এএম, ১৫ নভেম্বর ২০২১ সোমবার | আপডেট: ০৯:০৫ এএম, ১৫ নভেম্বর ২০২১ সোমবার

যুক্তরাজ্যের লিভারপুলের একটি নারী হাসপাতালের সামনে গাড়ি বিস্ফোরণে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সন্ত্রাসবাদ আইনে তাদের গ্রেফতার করেছে দেশটির পুলিশ। 

শনিবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে হাসপাতাল থেকে বেরিয়ে আসা একটি গাড়ি হঠাৎই বিস্ফোরণ হয়। ওই গাড়িটিতে থাকা একজনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। এদিকে ওই গাড়িটির চালককে আহত অবস্থায় নেওয়া হয় হাসপাতালে। 

ওই হাসপাতালে থাকা প্রত্যক্ষদশী কার্ল বেসান্ট জানান তিনি এবং তার সঙ্গী ঘটনাস্থলের খুব কাছাকাছি ছিলেন। হঠাৎ জোরে শব্দ শুনে বাইরে তাকিয়ে তিনি একটি গাড়িতে আগুন ধরে যেতে দেখেছিলেন। 

কার্ল বলেন, "কেউ একজন সেখান থেকে চিৎকার করতে করতে বেরিয়ে এলো, অপর একজন গাড়ির ভেতরেই ছিলো।"

বিস্ফোরণে আহত ও নিহত দুই জনের কারও পরিচয়ই এখনও নিশ্চিত করে জানা যায়নি।  

নর্থ ওয়েস্ট কাউন্টার টেরোরিজম পুলিশের গোয়েন্দারা জানান, এ ঘটনায় এরইমধ্যে তিন জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। যাদের বয়স ২৯, ২৬ এবং ২১ বছর। 

এই ঘটনার পর সশস্ত্র পুলিশ কর্মকর্তারা শহরের সেফটন পার্কের কাছে রুটল্যান্ড অ্যাভিনিউ এবং কেনসিংটনের বোলার স্ট্রিটেও অভিযান চালিয়েছে। 

তবে বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। কারণ অনুসন্ধান এবং কারা তা ঘটিয়েছে, জানান চেষ্টা চলছে। 

সূত্র: বিবিসি

এসবি