আমরা নিজেরা টিকা তৈরি করতে চাই: প্রধানমন্ত্রী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:২৫ পিএম, ১৫ নভেম্বর ২০২১ সোমবার | আপডেট: ০৩:৩৩ পিএম, ১৫ নভেম্বর ২০২১ সোমবার
করোনাভাইরাসের টিকা যেন সর্বজনীন হয়, সেই আহ্বান বিশ্বনেতাদের জানানোর বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশ টিকা তৈরি করতে চায় আর এজন্য যেসব বাধা আছে, সেগুলো সরিয়ে দিতে হবে।
সোমবার সংসদের সাধারণ আলোচনায় সাম্প্রতিক বিদেশ সফরের কথা তুলে ধরে সরকার প্রধান বলেন, “করোনাভাইরাসের টিকা উৎপাদন করে তা অন্য দেশকে দেওয়ার সক্ষমতা বাংলাদেশের আছে।”
তিনি বলেন, “করোনাভাইরাস মোকাবেলায় আমাদের সাফল্য অনেক, আমরা আন্তর্জাতিকভাবে সে স্বীকৃতি পেয়েছি। এখন করোনার টিকা উন্মুক্ত করতে হবে। এটা জনগণের প্রাপ্য। জনগণের সম্পদ হিসেবে দিতে হবে। সারাবিশ্বে কোনো মানুষ যেন ভ্যাকসিন থেকে দূরে না থাকে।”
প্রধানমন্ত্রী বলেন, “আমাদেরকে সুযোগ দিলে আমরা উৎপাদন করব। আমরা বিশ্বে দিতে পারব। সে সক্ষমতা আমাদের আছে। জমিও নিয়ে রেখেছি। এভাবে উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছি।”
এসএ/