আইএসের বিরুদ্ধে তালেবানের অভিযানে নিহত ৪
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:১৩ পিএম, ১৫ নভেম্বর ২০২১ সোমবার
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে তালেবান সন্দেহভাজন আইএস জঙ্গিদের আস্তানায় অভিযান চালানো হয়েছে। এতে চারজন আইএস জঙ্গি নিহত হয়েছে বলে জানা গেছে। সোমবার আফগান কর্মকর্তারা এ খবর জানান।
কান্দাহার প্রদেশের অন্তত চারটি জেলায় মধ্যরাতে এ অভিযান শুরু করা হয়। আইএসের স্থানীয় গ্রুপ ইসলামিক স্টেট খোরাসানের বিরুদ্ধে চালানো এ অভিযান সোমবার সকাল পর্যন্ত চলে।
তালেবানের প্রাদেশিক পুলিশ প্রধান আবদুল গাফ্ফার মোহাম্মদি এ তথ্য জানিয়ে বলেন, অভিযানে এ পর্যন্ত চার আইএস জঙ্গি নিহত এবং ১০ জনকে আটক করা হয়েছে। এছাড়া একজন ঘরের ভেতরেই বিস্ফোরণ ঘটিয়ে আত্মাহুতি দিয়েছে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক তালেবানের গোয়েন্দা সংস্থার একজন সদস্য বলেছেন, অভিযান চলাকালে তিন বেসামরিক নাগরিকও নিহত হয়েছে।
তিন মাস আগে তালেবানের ক্ষমতা দখলের পর থেকে আইএস খোরাসান জালালাবাদ, কুন্দুজ, কান্দাহার ও কাবুলে তাদের অপতৎরতা চালিয়ে আসছে। তারা একের পর এক আত্মঘাতি হামলা চালিয়ে অসংখ্য লোককে হত্যা করছে।
এসি