পতাকা টানিয়ে অনুশীলনে পাকিস্তান, ব্যাখ্যা দিলেন কোচ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:০৯ এএম, ১৬ নভেম্বর ২০২১ মঙ্গলবার
দেশের পতাকা টানিয়ে অনুশীলনে পাকিস্তান দলের সদস্যরা
বিশ্বকাপ শেষ হতেই টাইগারদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্টের সিরিজ খেলতে পাকিস্তান জাতীয় দল এখন ঢাকায়। দুই দলের মূল লড়াই শুরুর আগে সোমবার (১৫ নভেম্বর) মিরপুরে প্রথমবারের মত অনুশীলন করেছে বিশ্বকাপের সেমিতে খেলে আসা দলটি। তবে তাঁদের অনুশীলনকালে মাঠে দেখা যায় পাকিস্তানের পতাকা। যা নিয়ে রীতিমত হৈচৈ পড়ে গেছে নেটমাধ্যমে।
আসলে, ম্যাচ চলাকালে আনুষ্ঠানিকভাবে দুই দলের পতাকা উড়ানোর রীতি থাকলেও অনুশীলনে পতাকা টানানোর কোনো রীতি নেই। তাইতো মিরপুর একাডেমি মাঠে পাকিস্তানের দুটি পতাকা উড়তে দেখে বিস্মিত হয়েছেন অনেকেই, অসন্তোষও প্রকাশ করেছেন কেউ কেউ।
তবে অনুশীলনকালে দেশের পতাকা টানানোর ঘটনা পাকিস্তান দলের ক্ষেত্রে এটাই প্রথম নয়। সদ্য সমাপ্ত বিশ্বকাপ থেকেই এর প্রচলন ঘটিয়েছে দলটি। দলটির কোচ সাকলাইন মুশতাক এর ব্যাখ্যাও দিয়েছেন।
সাবেক এই লেগ স্পিনারের পরিকল্পনাতেই মূলত অনুশীলনে পতাকা টানানো শুরু করে পাকিস্তান। সাকলাইনের ভাষায়, ‘এই দলটি পুরো জাতিকে প্রতিনিধিত্ব করছে। পতাকা খেলোয়াড়দের মনে করিয়ে দেয়, সাড়ে ২২ কোটি মানুষ একতাবদ্ধ হয়েছে, আমাদের জন্য গলা ফাটাচ্ছে। আমরা সবাই একতাবদ্ধ। ক্রিকেট বিশ্বকে এটা বোঝানোর জন্যই এই অভিনব উদ্যোগ।’
অর্থাৎ ক্রিকেটারদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতেই অনুশীলনে পতাকা টানানোর এই পরিকল্পনা সাকলাইনের। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে এসেও অনুশীলন চলাকালে নিজ দেশের পতাকা টানিয়েছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।
এনএস//