ঢাকা, রবিবার   ২২ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৭ ১৪৩১

সিনহা হত্যা মামলা: সপ্তম দফার তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ চলছে

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩২ এএম, ১৭ নভেম্বর ২০২১ বুধবার | আপডেট: ১১:৩৪ এএম, ১৭ নভেম্বর ২০২১ বুধবার

ওসি প্রদীপসহ আসামিদের আদালতে নিয়ে যাচ্ছে পুলিশ

ওসি প্রদীপসহ আসামিদের আদালতে নিয়ে যাচ্ছে পুলিশ

কক্সবাজারে আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার সপ্তম দফার তৃতীয় দিনে মামলার তদন্তকারী কর্মকর্তা এএসপি খাইরুল ইসলামের সাক্ষ্যের মধ্যদিয়ে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

বুধবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়। 

দ্বিতীয় দিন তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ ও জেরা অসমাপ্ত ছিল। আজ তার জেরার মধ্যদিয়ে আদালতের বিচারিক কার্যক্রম শুরু হয়েছে বলে জানান মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।

এডভোকেট ফরিদ আলম জানান, এই মামলায় গুরুত্বপূর্ণ স্বাক্ষী হচ্ছে মামলার তদন্তকারী কর্মকর্তা। আজ বুধবার মামলার মূল তদন্তকারি কর্মকর্তা এএসপি খাইরুল ইসলামের অসমাপ্ত সাক্ষ্যগ্রহণের জন্য উপস্থাপন করা হয়েছে। সাক্ষ্যগ্রহণের পর তাকে আসামিপক্ষের আইনজীবীরা জেরা করবেন। এর আগের দিন অপর গুরুত্বপূর্ণ সাক্ষী সহকারি পুলিশ সুপার মো: জামিনুর হকের জেরা সম্পন্ন করা হয়। 

উক্ত মামলায় এ পর্যন্ত ৬৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

এর আগে সকাল সাড়ে ৯টায় ওসি প্রদীপসহ এই মামলার ১৫ আসামিকে কড়া নিরাপত্তায় আদালতে নিয়ে আসা হয়।

উল্লেখ্য, গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

এএইচ/