কানাডায় বন্যা ও ভূমিধসে একজনের মৃত্যু
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:০৮ পিএম, ১৭ নভেম্বর ২০২১ বুধবার
কানাডার ভ্যাঙ্কুভারে বন্যা এবং ভূমিধসে একজনের মৃত্যু ও দুইজন নিখোঁজ হয়েছে; বিচ্ছিন্ন হয়ে গেছে রেল যোগাযোগ। প্রবল বন্যার পানিতে তলিয়ে গেছে দেশটির দুটি বৃহত্তম রেল কোম্পানি কানাডিয়ান প্যাসিফিক রেল এবং কানাডিয়ান ন্যাশনাল রেলওয়ে পরিচালিত প্রধান রুটগুলো।
ভ্যাঙ্কুভারের বন্দরের মুখপাত্র ম্যাটি পলিক্রোনিস বলেছেন, বন্যার কারণে ভ্যাঙ্কুভার বন্দর থেকে সমস্ত রেল পরিষেবা বন্ধ রয়েছে।
ভ্যাঙ্কুভারের উত্তর-পূর্বে পেম্বারটনের কাছে মহাসড়কে ভূমিধসে একজন নিহত ও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে।
উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, অনুসন্ধান ও উদ্ধারকারী কর্মীরা ধ্বংসস্তূপের মধ্য থেকে নিখোঁজদের অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন।
বন্যা অস্থায়ীভাবে কানাডা থেকে গম এবং ক্যানোলা চলাচলের বেশিরভাগ রুট বন্ধ হয়ে গেছে । বিশ্বের অন্যতম বৃহত্তম শস্য রপ্তানিকারক দেশ এবং ফসল কাটার পরে বন্দরে শস্য নিয়ে যাওয়ার জন্য ট্রেনের এটি ব্যস্ত সময় ।
শস্য সরবরাহকারী প্যারিস অ্যান্ড হেইমবেকারের সিনিয়র এক্সপোর্ট ম্যানেজার ডেল ডসডাল বলেছেন, তিনি আশা করেছিলেন, সপ্তাহান্তে কিছু রেল পরিষেবা শুরু হতে পারে।
বন্যার কারণে কানায় তেলের পাইপলাইন বন্ধ রয়েছে। সতর্কতার অংশ হিসেবে ইমব্রিজ লিমিটেড সতর্কতা হিসেবে ব্রিটিশ কলাম্বিয়ার প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের একটি অংশও বন্ধ করেছিল।
ট্রান্স মাউন্টেন পাইপলাইনও বন্ধ করা হয়েছে, যার মাধ্যমে আলবার্টা থেকে প্রশান্ত মহাসাগরীয় উপকূলে প্রতিদিন তিন লাখ ব্যারেল পর্যন্ত অপরিশোধিত তেল সরবরাহ করা হয়।
বন্যায় দেশটির পণ্য রপ্তানিও বিঘ্নিত হচ্ছে।
ভারী বৃষ্টির কারণে ওয়াশিংটন রাজ্যে সোমবার দেড় লাখের বেশি পরিবার বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।
ব্রিটিশ কলাম্বিয়ার কিছু এলাকায় রোববার আট ইঞ্চি (২০ সেন্টিমিটার) বৃষ্টি হয়েছে, যা সাধারণত এক মাসে হয়।
শহরের মুখপাত্র গ্রেগ লোইস বলেছেন , ভ্যাঙ্কুভারের প্রায় ২০০ কিলোমিটার উত্তর-পূর্বে মেরিট শহরের কর্তৃপক্ষ নদীতে স্রোত বেড়ে যাওয়ায় আট হাজার বাসিন্দাকে নিরাপদ জায়গায় সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। তারপরও অনেকেই এখনও তাদের বাড়িতে আটকে আছে।
সূত্র: রয়টার্স
আরএমএ