ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

সিরাজগঞ্জে বাসচাপায় সিএনজি চালক নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ০৩:১৬ পিএম, ১৭ নভেম্বর ২০২১ বুধবার

দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজিটি

দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজিটি

সিরাজগঞ্জে একটি সিএনজিকে চাপা দিয়েছে পরিবহনের বাস। বাসচাপায় ঘটনাস্থলেই চালক নিহত হয়েছেন। 

বুধবার ভোরে শহরের মিরপুর কাটা ওয়াপদা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ সদর থানার এএসআই আব্দুল আলীম জানান, সদর উপজেলার দুখিয়াবাড়ী থেকে নিজের সিএনজি অটোরিকশা নিয়ে শহরে আসার পথে কাটা ওয়াপদা মোড়ে পাবনা থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপা দিয়ে পালিয়ে যায়। 

এতে ঘটনাস্থলেই দুখিয়াবাড়ী গ্রামের মাজেম আলীর ছেলে সিএনজি চালক হাসেম আলী (৪৫) নিহত হন। দুমড়ে মুচড়ে যায় তার সিএনজিটি।

খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছি। 

দুর্ঘটনা কবলিত গাড়িটি থানায় রাখা হয়েছে।

এএইচ/