ইউএনএইচসিআরের মালামাল নিয়ে ভাসানচরে নৌবাহিনীর জাহাজ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:০৬ পিএম, ১৭ নভেম্বর ২০২১ বুধবার | আপডেট: ০৭:১৩ পিএম, ১৭ নভেম্বর ২০২১ বুধবার

রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা-ইউএনএইচসিআরের মালামাল নিয়ে ভাসানচরে পৌঁছেছে নৌবাহিনীর দুই জাহাজ- 'বানৌজা টুনা' ও 'বানৌজা তিমি'।
বুধবার (১৭ নভেম্বর) দুপুরে জাহাজ দুটি মালামাল নিয়ে ভাসানচর পৌঁছায়। এর মধ্যে 'বানৌজা টুনা' বেলা ১২টার দিকে এবং 'বানৌজা তিমি' দুপুর ১টার দিকে ভাসানচরে এসে পৌঁছায়।
জাহাজ দুটিতে ১৩৭.২৮ মেট্রিক টন ওজনের বিভিন্ন ধরনের সামগ্রী রয়েছে। উক্ত মালামাল বিডিআরসিএস এর তত্ত্বাবধানে ওয়্যারহাউজে নেওয়া হচ্ছে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক এই সংস্থার দেওয়া মোট ১১ ধরণের মালামাল হলো- স্লিপিং ম্যাট, কম্বল, প্লাস্টিক ত্রিপল, বালতি, জারিক্যান, সোলার ল্যাম্প, কিচেন সেট, ফিমেইল হাইজিন কিট, লন্ড্রি সোপ, বাথিং সোপ, জুট ব্যাগ।
এসি