ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৭ ১৪৩১

আইসিসির নতুন দায়িত্বে সৌরভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২০ এএম, ১৮ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার

সৌরভ গাঙ্গুলী

সৌরভ গাঙ্গুলী

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পুরুষ বিভাগে ক্রিকেট কমিটির নতুন চেয়ারম্যান হলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী। তিন বছরের মেয়াদে তিনবার করে মোট ন’বছর ধরে আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান ছিলেন ভারতের সাবেক অধিনায়ক অনিল কুম্বলে।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসি বোর্ড সভা শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিবৃতিতে আইসিসির চেয়ারম্যান জর্জ বার্কলি বলেন, ‘সৌরভকে ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় এবং প্রশাসক হিসেব তার অভিজ্ঞতা আমাদের ক্রিকেটের সিদ্ধান্তগুলোকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।’

তিনি আরও বলেন, ‘গত নয় বছরে অসামান্য নেতৃত্বের জন্য আমি অনিলকে (কুম্বলে) ধন্যবাদ জানাতে চাই। ডিআরএসের নিয়মিত ও ধারাবাহিক প্রয়োগের মাধ্যমে আন্তর্জাতিক খেলার উন্নতি এবং সন্দেহজনক বোলিং অ্যাকশনের সমাধানের জন্য একটি শক্তিশালী প্রক্রিয়াসহ বিভিন্ন কাজে অসাধারণ নেতৃত্ব দেওয়ায়।’

২০১২ সালে প্রথমবার আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছিলেন কুম্বলে। ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ক্লাইভ লয়েডের স্থলাভিষিক্ত হয়েছিলেন কুম্বলে। নয় বছর আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন কুম্বলে। ২০১৬ সালে পুনরায় পুনঃনিয়োগ দেয়া হয় তাকে। এরপর ২০১৯ সালে তৃতীয়বারের মত চেয়ারম্যান করা হয় অনিল কুম্বলে।

১৯৯২ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেন সৌরভ গাঙ্গুলী। এরপর ১৯৯৬ সালে প্রথম টেস্ট খেলেন তিনি। দেশের হয়ে ১১৩টি টেস্ট ও ৩১১টি ওয়ানডে খেলেছেন গাঙ্গুলী। 

২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় দেন তিনি। অবসর নেওয়ার পর ২০১৫ সালে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হন তিনি। আর ২০১৯ সালের অক্টোবরে বিসিসিআই’র সভাপতি হন সৌরভ।

এএইচ/