রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্র নিহত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:১২ এএম, ২০ নভেম্বর ২০২১ শনিবার
রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। শুক্রবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের পার্শ্ববর্তী রেল লাইনে এ ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্রের নাম আসাদুল ইসলাম (২৪)। তিনি নগরীর মতিহার থানার মুশরইল বাচ্চুর মোড় এলাকার মুকুল হোসেনের ছেলে।
নিহত আসাদুল রাজশাহী কলেজে স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র। সে পড়াশোনার পাশাপাশি খাবারের হোম ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপান্ডায় কর্মরত ছিলেন।
মতিহার থানার ওসি আনোয়ার আলী তুহিন জানান, শুক্রবার বিকেল ৩টার দিকে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া চিলাহাটিগামী বরেন্দ্র আন্তনগর ট্রেনটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের পার্শবর্তী রেল ক্রসিং অতিক্রমের সময় আসাদুল ট্রেনের সামনে এসে পড়ে। এতে তিনি কাটা পড়ে দ্বিখন্ড হয়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করতে ট্রেনের সামনে চলে আসে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
কেআই//