ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫,   পৌষ ৩০ ১৪৩১

‘মানুষের সেবা করার মতো মহৎ কাজ আর কিছুতে নেই’ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৩৬ পিএম, ২০ নভেম্বর ২০২১ শনিবার | আপডেট: ০৭:০০ পিএম, ২০ নভেম্বর ২০২১ শনিবার

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বিনা প্রতিদ্বন্দীতায় ১৭নং মগধরা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগ নেতা এস এম আনোয়ার হোসেনকে গণসংবর্ধনা দেয়া হয়েছে।

বুধবার বিকেল ৪টায় ঐতিহ্যবাহী সন্দ্বীপ পাবলিক হাই স্কুল মাঠে গুপ্তছড়া বাজার ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে এই গণসংবর্ধনা দেয়া হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার শাহজাহান বিএ। এতে সভাপতিত্ব করেন গুপ্তছড়া বাজার কমিটির সহ-সভাপতি ডাক্তার ফোরকান উদ্দিন।

আফগানি বাবুর সঞ্চালনায় গণসংবর্ধনায় বক্তব্য রাখেন, যুব সংগঠক এস এম জিহাদুল ইসলাম, মাকসুদ আলম, বাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সাবেক ছাত্রনেতা কাজী মনজুরুল আলম, শহিদুল ইসলাম, কাজী রকিবুল আহসান, মাস্টার নুরুজ্জামান, মকসুদুর রহমান, শাহ আকবর হেলাল, সন্দ্বীপ থানার ওসি বশির আহমেদ প্রমুখ।

গণ-সংবর্ধনার জবাবে এস এম আনোয়ার হোসেন বলেন, 'করোনাকালে আমি সাধ্য অনুযায়ী মানুষের পাশে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। ব্যক্তিগত উদ্যোগে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার দিচ্ছি। গত ৫ বছর আমি এলাকার কল্যাণে কাজ করেছি। কাজ করতে গিয়ে আমি মানুষকে বিভাজন করে দেখিনি। আমি বিশ্বাস করি, মানুষের করার মতো মহৎ কাজ আর কিছু নেই। আমি আপনাদের সেবা দিতে এসেছি। আপনাদের সহযোগিতা থাকলে আমি মগধরাকে মডেল ইউনিয়নে রূপান্তর করব। আপনাদের অনুপ্রেরণা-ভালবাসায় পথ চলতে চাই।' 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার শাহজাহান বিএ বলেন, 'সন্দ্বীপে এস এম আনোয়ার হোসেন চেয়ারম্যান মানব সেবার মাধ্যমে যে নজির স্থাপন করে সেটা অব্যাহত থাকলে সমাজ বদলে যাবে। সে দানবীরও বটে। তাঁর মহৎ কাজের প্রসারতা কামনা করছি।'

অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এস এম আনোয়ার হোসেন চেয়ারম্যানকে ফুলেল সংবর্ধনায় ভূষিত করে। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কেআই//