বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে রাজবাড়ীতে সাইকেল র্যালি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:১৩ পিএম, ২০ নভেম্বর ২০২১ শনিবার | আপডেট: ১১:১৫ পিএম, ২০ নভেম্বর ২০২১ শনিবার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুব রহমান এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে রাজবাড়ীতে বাই সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে র্যালিটি জেলার শ্রীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শুরু হয়ে শহরের শহীদ খুশি রেলওয়ে ময়দানে এসে শেষ হয়। এ সময় র্যালিতে শত শত শিশু ও বৃদ্ধ অংশগ্রহণ করনে।
এতে প্রধান অতিথি হিসাবে র্যালির উদ্ভোধন করেন, রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
এতে জেলা প্রশাসক দিলসাদ বেগম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি সালমা চৌধুরী রুমা, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, পৌর মেয়র আলমগীর শেখ তিতু, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ দীলিপ কুমার কর, বঙ্গবন্ধুর সান্নিদ্ধ পাওয়া শওকত আলী প্রমূখ। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম র্যালির অনুষ্ঠান সঞ্চালনা করেন।
জানা গেছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে বালিয়াকান্দির ওয়াজেদ মিয়ার বাই-সাইকেলে চড়ে রাজবাড়ীর বিভিন্ন অঞ্চলে ওয়াজেদ চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। সেই স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে মুজিববর্ষ কর্মসূচির অংশ হিসেবে বাই সাইকেল র্যালির আয়োজন করা হয়। এবং র্যালিটি শেষ হয় শহরের শহীদ খুশি রেলওয়ে ময়দানে।
কেআই//