সোমালিয়ায় জঙ্গিগোষ্ঠীর আত্মঘাতি বোমা হামলায় সাংবাদিক নিহত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৩৫ এএম, ২১ নভেম্বর ২০২১ রবিবার | আপডেট: ১১:৩৭ এএম, ২১ নভেম্বর ২০২১ রবিবার
পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের আত্মঘাতী বোমা হামলায় দেশটির বিখ্যাত সাংবাদিক আবদিয়াজিজ মোহাম্মদ গুলেদ নিহত হয়েছেন। আবদিয়াজিজ মূলত জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের কঠোর সমালোচক ছিলেন। এ কারণেই তিনি হামলার লক্ষ্যে পরিণত হয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।
শনিবার দুপুরের পর সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় তিনি জঙ্গিগোষ্ঠীটির আত্মঘাতী হামলার শিকার হন এবং ঘটনাস্থলেই নিহত হন।
নিহত আবদিয়াজিজ মোহাম্মদ গুলেদ ‘আবদিয়াজিজ আফ্রিকা’ নামেই বেশি পরিচিত ছিলেন।
এই হামলায় আরও দুই ব্যক্তি আহত হয়েছেন। যাদের চিকিৎসা চলছে হাসপাতালে।
এরইমধ্যে হামলা এবং সাংবাদিককে হত্যার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আল-শাবাব।
হামলা ও প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন সোলিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ হোসাইন রোবল। একইসঙ্গে আবদিয়াজিজ মোহাম্মদ গুলেদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি।
সূত্র: বিবিসি
এসবি/