ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

সাংবাদিক হত্যা মামলাগুলো দ্রুত নিষ্পত্তির আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৩ পিএম, ২২ নভেম্বর ২০২১ সোমবার | আপডেট: ১০:৪৩ পিএম, ২২ নভেম্বর ২০২১ সোমবার

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিগত দিনগুলোতে জমে থাকা সাংবাদিক হত্যা মামলাগুলো দ্রুত নিষ্পত্তির ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেছেন। 

সোমবার (২২ নভেম্বর) বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নব-নির্বাচিত নেতৃবৃন্দ মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি এ আশ্বাস প্রদান করেন।

এ সময় বিএফইউজে নেতৃবৃন্দ সাংবাদিক হত্যা মামলার পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় সাংবাদিকদের নামে বিভিন্ন মামলা নিয়েও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। সাক্ষাতে নেতৃবৃন্দ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি মিডিয়া সেল গঠনের তাগিদ দেন। মন্ত্রী বিষয়টি ভেবে দেখবেন বলে আশ্বাস দেন।  

এছাড়া সাংবাদিক নেতৃবৃন্দ মন্ত্রীর সঙ্গে গণমাধ্যম সংক্রান্ত অন্যান্য বিষয় নিয়ে মতবিনিময় করেন।

বিএফইউজে সভাপতি ওমর ফারুকের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, সহ-সভাপতি মধুসূদন মন্ডল, দপ্তর সম্পাদক সেবিকা রানী, নির্বাহী সদস্য ড. উৎপল কুমার সরকার, নূরে জান্নাত আখতার সীমা ও শেখ নাজমুল হক সৈকত।

এসি