ঢাকা, রবিবার   ১৩ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৭ ১৪৩১

এলাকার উন্নয়নে নেতৃত্ব দেবেন বিদেশিবধূ (ভিডিও)

ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ১১:১১ এএম, ২৩ নভেম্বর ২০২১ মঙ্গলবার

সংরক্ষিত নারী মেম্বার জীন ক্যাটামিন প্রেট্রিয়াকা ওরফে জেসমিন

সংরক্ষিত নারী মেম্বার জীন ক্যাটামিন প্রেট্রিয়াকা ওরফে জেসমিন

ফিলিপাইনের প্রেট্রিয়াকা জেসমিন এখন ময়মনসিংহের ফুলবাড়িয়ায় রাধাকানাই ইউনিয়ন পরিষদের মেম্বার। ফুলবাড়িয়ার জুলহাসকে ভালোবেসে বিয়ে করে এসে ইউনিয়নবাসীর মন জয় করে ফেলেছেন। ফুলবাড়িয়ার মানুষও তাকে ভালোবেসে জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন। নারী শিক্ষার উন্নয়নসহ এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে চান এই ফিলিপিনো-বাংলাদেশি।

ফুলবাড়িয়ার রাধাকানাই ইউনিয়নের সদস্য নির্বাচিত হয়েছেন ভীন দেশী জীন ক্যাটামিন প্রেট্রিয়াকা ওরফে জেসমিন জুলহাস। গোটা এলাকায় তাকে নিয়ে আগ্রহের শেষ নেই। 

নবনির্বাচিত এই জনপ্রতিনিধিকে এক নজর দেখতে আশপাশের মানুষ ছুটে আসছেন। শোনাচ্ছেন সুখ-দুঃখের নানা কথা। ভালোবাসার প্রতিদান দিতে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন জেসমিন। 

সংরক্ষিত নারী মেম্বার জীন ক্যাটামিন প্রেট্রিয়াকা ওরফে জেসমিন জুলহাস বলেন, “মানুষ আমাকে অনেক ভোট দিয়েছে। আমি তাদের প্রতিদান দিতে চাই।” 

সিঙ্গাপুরে একই কোম্পানীতে কাজের সুবাদে ফুলবাড়িয়ার দবরদস্তার জুলহাস উদ্দিনকে ভালোবাসেন প্রেট্রিয়াকা। ২০১১ সালে পরিণয়। বিয়ের পর ফুলবাড়িয়ার গ্রামের বাড়িতেই বসবাস শুরু করেন এই দম্পতি। ১০ বছরের বিবাহিত জীবনে দুই সন্তান তদের। এতোদিনে ইউনিয়নের মানুষও তাকে আপন করে নিয়েছেন। এলাকার মানুষও বিপুল ভোটে জয়ী করেছেন জেসমিনকে।

জুলহাস উদ্দিন বলেন, বাবা-মা, নিজের ধর্ম ত্যাগ করে এখানে আসেন। তার যে মেধা আছে তা দেখে প্রতিবেশীরা বললো যে, ওনাকে নির্বাচনে দাঁড় করাবো এবং উনি নির্বাচিত হতে পারলে আমাদের অনেক কাজে আসবে। 

ফিলিপাইনের নামী বিশ্ববিদ্যালয় থেকে ফিসারিজে গ্রাজুয়েশন করা ক্যাটমিনা নিজের হাতেই সংসার সামলান। এই গ্রামের বিদেশিবধূ এলাকার উন্নয়নে নেতৃত্ব দেবেন প্রত্যাশা স্থানীয়দের। 

এলাকাবাসীরা জানান, “মায়ের মতো, কেউ বোনের মতো সবাই তাকে ভালবেসে নির্বাচিত করলাম। পাস করালে আমাদের মনে যা চায় তা সে করে দিতে পারবো, আমাদের মনের ভাব সে বুঝতে পারে। সবাই তাকে ভালো যানে, সেও এলাকার মানুষকে মূল্যায়ন করে।”

প্রেট্রিয়াকা জেসমিনও এলাকার দুঃখী অসহায় মানুষের সেবা করে যেতে চান। 

ভিডিও-

এএইচ/