ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

গোমেজ হত্যায় জঙ্গি সালেহীনের ফাঁসি বহাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৩৫ পিএম, ২৩ নভেম্বর ২০২১ মঙ্গলবার | আপডেট: ০১:৪১ পিএম, ২৩ নভেম্বর ২০২১ মঙ্গলবার

২০০৪ সালে জামালপুরে গোমেজ হত্যায় পলাতক শীর্ষ জঙ্গি সালাউদ্দিন সালেহীনের ফাঁসি বহাল রেখেছে আপিল বিভাগ। 

মঙ্গলবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ শায়খ আব্দুর রহমানের সহযোগী শীর্ষ এ জঙ্গির সাজা বহাল রাখেন। 

এসময় আপিল বিভাগ বলেন, কোন পলাতক আসামি আইনের আশ্রয় পেতে পারে না। 

২০০৪ সালে জামালপুরে গণি গোমেজকে হত্যা করে জেএমবির জঙ্গিরা। ওই হত্যা মামলায় ২০০৬ সালে সালেহীন ও রাকিবকে গ্রেফতার দেখানো হয়। সেই মামলায় একই বছর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ তাদের মৃত্যুদণ্ড দেন। 

পরে ফাঁসি বহাল রাখে হাইকোর্ট। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে এই জঙ্গিরা। 

উল্লেখ্য, রাকীব ত্রিশালে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় মারা যায়। আর সালেহীন পালিয়ে যায়।

এএইচ/